পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীগোষ্ঠী কেএনএফ বান্দরবান রুমা সোনালী ব্যাংকের বিপুল পরিমাণ টাকা ডাকাতি করতে পরিকল্পিত হামলা করেও সেনাবাহিনীর বিশেষ তৎপরতার কারণে তাদের মূল উদ্দেশ্য ব্যার্থ হয়৷ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ গত মঙ্গলবার (২ মার্চ) রাত ৯ ঘটিকায় অতর্কিতভাবে রুমা সোনালী ব্যাংকে হামলা চালায়। খবর পেয়ে সেনাবাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করলে সন্ত্রাসীরা ব্যাংক ভল্টের টাকা রেখে দ্রুত পালিয়ে যান। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।
স্থানীয়রা অধিবাসীরা জানিয়েছে, কেএনএফ সন্ত্রাসীরা সাধারণ মানুষদের জিম্মি করে ব্যাংক লুটপাট এবং ডাকাতি করার জন্য সশস্ত্র অবস্থায় ব্যাংকে প্রবেশ করে। এসময় সেনাবাহিনী আসার খবর জানতে পেরে কেএনএফ দ্রুত ব্যাংক থেকে পালিয়ে যান। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে জিম্মি সাধারণ মানুষ সহ ব্যাংকের প্রায় (দুইকোটি টাকা) রক্ষা পায়৷ স্থানীয়রা আরো বলেছেন, সেনাবাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে যদি কোনভাবে বিলম্ব হতো তাহলে টাকা ডাকাতিসহ ব্যাংকের প্রয়োজনীয় অনেক নথিপত্র নষ্ট হতো এবং মানুষ ক্ষতিসাধনের শিকার হতো। সেনাবাহিনীর এই অবদান অনস্বীকার্য।
ঘটনার পর সেনাবাহিনী পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করেন। সেনাবাহিনীর তাৎক্ষণিক তৎপরতা এবং দ্রত পদক্ষেপকে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীরা সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও স্থানীয়রা দাবি জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে অতিদ্রুত তিন পার্বত্য জেলায় সেনাবাহিনীর প্রত্যাহারকৃত ক্যাম্প পুনঃরায় স্থাপন করার।