ঈদ ও বিজু উপলক্ষে লংগদু জোনের শুভেচ্ছা উপহার বিতরণ।

0

||নিজেস্ব প্রতিনিধি||

রাঙ্গামাটির লংগদুতে পবিত্র ঈদুল ফিতর ও পাহাড়ীদের বিজু অনুষ্ঠান উপলক্ষে অসহায় দুঃস্থ পরিবারদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে লংগদু সেনাজোন।

রবিবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় লংগদু জোনের মাল্টি পারপাস সেড হল রুমে চার শতাধিক পাহাড়ী বাঙ্গালী অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ ও বিজু উপলক্ষে শুভেচ্ছা উপহার তুলদেন লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক আহমদ ফারসাদ কবির সহ অন্যান্য অফিসার বৃন্দ।

শুভেচ্ছা উপহার বিতরণকালে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিবেদিত। সাধারণ মানুষের মৌলিক বিষয় গুলো স্বয়ং সম্পন্ন থাকলে, দেশ উন্নয়নে এগিয়ে যেতে সহায় হবে।

অপর দিকে সর্বদা সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগের ভুয়সী প্রসংশা করেন অত্র এলাকার সেবাগ্রহীতারা।

আগের পোস্টআত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: সেনা প্রধান।
পরের পোস্টবান্দরবানে যৌথবাহিনীর কম্বাইন্ড অপারেশন শুরু, অস্ত্রসহ আটক ২

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন