রুমা ও বিলাইছড়ি সীমান্তে ভয়ঙ্কর গোলাগুলি, আতঙ্কে জনসাধারণ।

0
3

বান্দরবান-রাঙ্গামাটির সীমান্তের দুর্গম এলাকায় প্রচণ্ড ভয়ঙ্কর গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, বন্ধ রাখা হয়েছে বাজারের সব দোকানপাট।

অদ্য শুক্রবার (১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে বান্দরবানের রুমার প্রাংসা-পাইন্দু ও রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপি সীমান্তের দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক বড়থলি ইউপির এক বাসিন্দা জানান, বিকেল থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছেন জনসাধারণ।

তবে কাদের সঙ্গে এই গোলাগুলি চলছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রুমার বাজারের এক ব্যবসায়ী জানান, গোলাগুলির কথা শোনার পর বাজারের সব দোকানদার দোকানপাট বন্ধ করে চুপচাপ বসে আছেন। খুবই আতঙ্কে আছেন বলে জানান তিনি।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা জানান, কয়েকদিন ধরে রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযান চলছে।

স্থানীয়দের বরাতে তিনি জানান, জনসাধারণরা তাকে আজ বিকেলে জানিয়েছেন পাইন্দু ইউপি, রুমা সদর ইউপি ও বিলাইছড়ি উপজেলা বড়থলি ইউনিয়নের সীমান্তে দুর্গম এলাকার ভিতরে প্রচণ্ড গুলি-বোমার আওয়াজ এলাকাবাসীরা শুনেছেন। জনসাধারণদের ধারনা সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি চলছে।

উল্লেখ্য, রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় গত ৬ এপ্রিল থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী, যা এখনও চলমান রয়েছে। এতে এই পর্যন্ত গ্রেফতার ৬৬ জন কারাগারে এবং এদের মধ্যে ৫২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আগের পোস্টনিজ সম্প্রদায়কে বিপদে ফেলে বিদেশে পলায়নরত নাথান বম।
পরের পোস্টকেএনএফ এর একপেশে দাবি দাওয়া ও কর্তৃত্ব প্রতিষ্ঠা রাষ্ট্রের ভূখণ্ড এবং জনসাধারণের জন্য হুমকিস্বরুপ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন