নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটিতে ইউপিডিএফ (প্রসিত) এর সশস্ত্র গ্রুপের আগমন।

0

জয় দাশ; চট্টগ্রাম: ৬ মে ২০২৪ খ্রিস্টাব্দে স্থানীয় সূত্রের বরাত জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীতমূলের সশস্ত্র গ্রুপ কমান্ডার প্রবীন চাকমা এর নেতৃত্বে ১৪/১৫ জন সদস্যের একটি সশস্ত্র গ্রুপ রাঙামাটি সদর উপজেলায় আগামী ৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হওয়া কে কেন্দ্র করে নিজ দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা হতে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় আগমন করেছে বলে জানা যায়।

এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, ইউপিডিএফের উক্ত সশস্ত্র গ্রুপটি নিজেদের আধিপত্য বিস্তার করার লক্ষ্যে কাউখালী উপজেলা ও নানিয়ারচর উপজেলার সীমান্তবর্তী স্থান হেরেককাবা মৌন পাহাড় সংলগ্ন জীবতলী মৌন পাহাড়ে অবস্থান করবে এবং জিবতলী মৌন পাহাড় হতে বিভিন্ন পাড়ায় বিচরণ করবে বলে জানা যায়। উক্ত সশস্ত্র গ্রুপটি কাউখালী ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারে ভূমিকা রাখবে।

বর্তমানে এলাকায় আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে প্রতিটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগের পোস্টপ্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রেস বিবৃতি দিলো বরকলের সন্তোষ চাকমা।
পরের পোস্টনিরাপত্তা বাহিনীর সহায়তায় শান্তি ফিরিয়ে আনতে একাগ্রতা প্রকাশ করেছে সাধারণ পাহাড়বাসী।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন