বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে দুই ‘কেএনএফ সদস্য’ নিহত।

0
3

বান্দরবান সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের দুই সদস্য নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অদ্য বৃহস্পতিবার সকালে উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী (অপরাধ ও প্রশাসন) জানান।

তিনি বলেন, লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারন পাড়ার বাসিন্দা পেন খুপ বমের ছেলে লাল নৌ বম (২২) এবং একই ওয়ার্ডের বেথানি পাড়ার বাসিন্দা জারথাং বমের ছেলে ভান থাং পুই বম (১৪)।

২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল সশস্ত্র লোকজন। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার নেজাম উদ্দিনকে। দুদিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান তিনি।

রুমা ঘটনার একদিন পর ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকেও দিন-দুপুরে অর্থ লুটের ঘটনা ঘটে।

দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ জড়িত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে লুট হওয়া অস্ত্র-অর্থ উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যের যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর এই অভিযান সমন্বয় করছেন সেনাবাহিনী।

যৌথ বাহিনীর এই অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত রুমা থানায় ৫টি ও থানচি থানায় ৪টি মামলায় ২৫ নারীসহ মোট ৮৬ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

আগের পোস্টবিজিবির এডি’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের সংবাদের প্রতিবাদ।
পরের পোস্টবাংলাদেশ-মিয়ানমারের একটি অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে: প্রধানমন্ত্রী।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন