ইউপিডিএফ সম্পর্কে

0

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে ইউপিডিএফ, (United People’s Democratic Front), পাহাড়ের একটি আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন। এটি ১৯৯৭ সালের ২-রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হওয়ার পর চুক্তির বিরোধিতা করে স্বায়ত্তশাসন দাবি রেখে সংগঠনটি ঢাকায় এক কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ভাবাদর্শ গণতন্ত্র, সমতা। রাজনৈতিক অবস্থান, বামপন্থী আর, আনুষ্ঠানিক রঙ, লাল। এটির রাজনৈতিক শাখা সরাসরি কার্যক্রম করার স্পষ্ট গঠনতন্ত্র থাকলেও ইউপিডিএফ মূলত সশস্ত্র কার্যক্রম দিয়ে টিকে আছে।

সংগঠনটির কনফারেন্স শেষে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয় যেটির আহ্বায়ক হন প্রসিত বিকাশ খিসা আর সদস্য সচিব হন রবিশঙ্কর চাকমা।

সংগঠনটি পাহাড়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে অপহরণ, খুন-গুম আর চাঁদাবাজি করার মাধ্যমে এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছে। গত দুই দশকে সংগঠনটির কার্যক্রম পাহাড়ের মানুষ অতিষ্ঠ৷ এখানকার জনজীবনে পড়েছে তার প্রভাব। তবে সংগঠনটির মুখপাত্র এসব অভিযোগ  অস্বীকার করে আসছে।

আগের পোস্টদীঘিনালায় আশ্রয়হীন ৯ পরিবার পেল সেনাবাহিনীর উপহার।
পরের পোস্টএমএন লারমা পাহাড়ে এক মূর্তিমান আতঙ্কের নাম!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন