খাগড়াছড়ি জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ: অপটিক্যাল ফাইবার কেটে দেওয়ার অভিযোগ

0

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় বিটিসিএল-এর অপটিক্যাল ফাইবার লাইন কেটে দেওয়া হয়েছে। ফলে সোমবার (১০ ফেব্রুয়ারি) ৩টা থেকে ৭টা পর্যন্ত জেলার মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গুইমারা বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা অপটিক্যাল ফাইবার কেটে দেয়, যার ফলে খাগড়াছড়ি জেলার বিটিসিএল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো পর্যন্ত গুইমারা, লক্ষীছড়ি, মানিকছড়ি ও রামগড় উপজেলায় নেটওয়ার্ক সচল হয়নি। বিটিসিএল-এর টিম দ্রুত নেটওয়ার্ক সচল করতে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও, রাত সাড়ে নয়টার দিকে রাঙ্গামাটি টু খাগড়াছড়ি লাইনের সাপছড়ি এলাকায় অপটিক্যাল ফাইবার লাইন কেটে দেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, ইউপিডিএফ (প্রসীত) সশস্ত্র সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা আদায়ের উদ্দেশ্যে লাইন কেটে দিয়েছে। তারা হুমকি দিয়েছে, চাঁদার টাকা পরিশোধ না করলে পুনরায় লাইন বিচ্ছিন্ন করবে। বিটিসিএল সূত্র জানায়, দ্রুত নেটওয়ার্ক পুনরুদ্ধারে কাজ চলছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

আগের পোস্টরাঙামাটিতে সেনা কর্মকর্তা হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার।
পরের পোস্টবিশেষ শাসনব্যবস্থা কার্যকর না হওয়া সম্পর্কে সন্তু লারমার বক্তব্য কতটুকু যৌক্তিক?

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন