বান্দরবানের লামায় উপজাতি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২৬ বাঙালি শ্রমিক মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টায় তাদের ছেড়ে দেওয়া হয়।
এলাকাবাসী জানায়, অপহৃতদের মুক্তি দেওয়ার আগে অনেককে মারধর করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তারা কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রমিকদের মুক্তির জন্য সন্ত্রাসীরা মুক্তিপণ দাবি করেছিল বলে জানায় এলাকাবাসী। তাদের দাবি, মালিকপক্ষ মিলে ১২ শ্রমিকের জন্য ৩ লাখ এবং ১৪ শ্রমিকের জন্য ৭ লাখ, মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়েছে।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, অপহৃত শ্রমিকদের উদ্ধারে ১৬ ফেব্রুয়ারি থেকে যৌথবাহিনীর অভিযান চলছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোর রাতে সন্ত্রাসীরা শ্রমিকদের ছেড়ে দেয়। তবে মুক্তিপণ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি কেউ।
উল্লেখ্য, গত রোববার বান্দরবানের লামা ফাঁসিয়াখালীর ভিন্ন ভিন্ন রাবার বাগান থেকে ২০ জন শ্রমিককে সন্ত্রাসী কর্তৃক অপহরণ করা হয়। তবে কে বা কারা তাদের অপহরণ করে তা জানা যায়নি।