রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির জনপ্রিয় পর্যটন ও বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক হোটেল-মোটেল, কটেজ ও আশপাশের স্থাপনা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন,
“আগুনের ঘটনায় কটেজ-রিসোর্ট, বসতঘর ও দোকানসহ ১০০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।”
১৬৭ নম্বর রুইলুই মৌজার হেডম্যান লাল থাঙ্গা লুসাই জানান, “আগুনে আমার বসতবাড়িসহ আশপাশের বহু স্থাপনা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে।”
রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।”
জানা গেছে, আগুনের সূত্রপাত হয় সাজেক ইকো ভ্যালি রিসোর্টের ২ তলার রম থেকে। ওখানে তখন পর্যটকরা ছিলেন।
এই অগ্নিকাণ্ড সাজেকের পর্যটন শিল্পে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পুনর্বাসনের বিষয়ে স্থানীয় প্রশাসন কাজ করছে।