সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত।

0

হিলনিউজবিডি ডেস্ক:

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১টা ১৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টাকা ৫ ঘন্টা অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক রিসোর্ট, রেস্টুরেন্ট ও ঘরবাড়ি পুড়ে যায়। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে সাময়িকভাবে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল।

তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২টায় একটি বিশেষ অনলাইন জুম মিটিং অনুষ্ঠিত হয়। সভায় অগ্নিকাণ্ডের সার্বিক অবস্থা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বসম্মতিক্রমে সাজেক পর্যটন কেন্দ্র পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে, আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ অপরাহ্ন থেকে পর্যটকরা নির্ভয়ে সাজেক ভ্রমণ করতে পারবেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য যে, সাজেক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছুটা ব্যাঘাত ঘটলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধন্যবাদ পেয়েছে। এখন আবারও পর্যটকেরা সাজেকের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

 

আগের পোস্টসেনাবাহিনী কর্তৃক লামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা পরিবারকে মানবিক সহায়তা প্রদান।
পরের পোস্টবিলাইছড়ি জোনের উদ্যোগে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন