নেয়ামত বুলবুল রাঙামাটি:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামি ফাউন্ডেশন রাঙামাটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে লেকার্স গেট থেকে শুরু হয়ে র্যালিটি ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে ইসলামি চিন্তাবিদ, আলেম-ওলামা, এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে আলোচনাও অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন ইকবাল বাহার চৌধুরী, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, রাঙামাটি, বিশিষ্টজনদের মধ্যে ছিলেন: পেয়ার আহমদ, ফিল্ড সুপারভাইজার, সদর, রাঙামাটি, মো. আলমগীর হোসেন, সহসভাপতি, পিসিসিপি, আবুল হাশেম, খতিব, কালেক্টর জামে মসজিদ, মাওলানা নাঈম উদ্দিন, খতিব, রিজার্ভ বাজার জামে মসজিদ, মাওলানা শফিউল আলম আল কাদেরি, মো. আসাদুল ইসলাম, মিরাজ উদ্দিন ও রেজাউল করিম নঈমি।
উপস্থিত বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান এবং ইসলামের মূল শিক্ষা অনুযায়ী রোজার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাহে রমজান শুধু আত্মসংযমের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, ইবাদত ও মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়।
এ সময় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ন্যায্য দামে খাদ্যপণ্য নিশ্চিত করা এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
র্যালির মাধ্যমে ইসলামি ফাউন্ডেশন রাঙামাটি মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে চেয়েছে বলে জানান আয়োজকরা।