রামগড়ে ইউপিডিএফ সহযোগী সংগঠনের মিছিল, ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক।

0

স্টাফ রিপোর্টার | ৩ মার্চ ২০২৫ | রামগড়, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় আজ সোমবার সকাল ১১টায় ইউপিডিএফ মূলদলের সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী ও বাঙালি বিরোধী স্লোগান দিয়ে মিছিলটি রামগড় বাজার এলাকা প্রদক্ষিণ করে এবং পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এইচডব্লিউএফ-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই কর্মসূচি আয়োজন করা হয়। রামগড় উপজেলা সদরে পুলিশ পাহারায় তাদের এ কর্মসূচি পরিচালিত হয়। তবে বিক্ষোভ চলাকালীন রামগড় মেইন বাজার এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

 

স্থানীয় বাঙালিদের মতে, ইউপিডিএফ-এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় কিছু উগ্র নারী ও পুরুষ মিছিলে অংশ নেন। মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল: “জান দেবো, তবু মান দেবো না! সারাদেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ বন্ধ কর! পার্বত্য চট্টগ্রামে জাতীয় অস্তিত্ব, বাস্তুভিটা ও নারীর সম্ভ্রম রক্ষার্থে এইচডব্লিউএফ পতাকাতলে সমবেত হোন!”

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন অভিযোগ করেন, “ইউপিডিএফ পরিকল্পিতভাবে বাঙালিদের আতঙ্কিত করতে এবং ভূমি দখলের জন্য এ ধরনের কার্যকলাপ করছে। বিস্ফোরণও হতে পারে আমাদের ভয় দেখানোর কৌশল।”

অন্যদিকে পাহাড়ি সূত্রগুলো বলছে, ইউপিডিএফ মূলত কিছু উগ্র নারীদের পাশাপাশি সহজ-সরল পাহাড়ি নারীদেরও সমাবেশে অংশ নিতে বাধ্য করেছে। তারা সেনাবাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে “ভূমি দখল ও পাহাড়ি নারীদের ওপর নির্যাতন” সংক্রান্ত তথ্য প্রচার করে উপজাতিদের উত্তেজিত করার চেষ্টা করছে।

ককটেল বিস্ফোরণের বিষয়ে রামগড় থানার পুলিশ এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে তারা বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, “ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর থেকে রামগড়ের বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ জনগণ এ ধরনের সহিংস কার্যকলাপের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আগের পোস্টবিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস চাঁদা কালেক্টর আটক।
পরের পোস্টসন্ত্রাসীদের গুলিতে নীরিহ গৃহবধূ নিহত: পাহাড়ে অশান্তির অধ্যায় দীর্ঘ হচ্ছে।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন