কাউখালী প্রতিনিধি:
রাঙামাটির কাউখালী উপজেলায় আঞ্চলিক দলের সহযোগিতায় পাচারের সময় সিন্ডিকেটের চার সদস্য সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর জোনের অন্তর্গত ৬০ বেঙ্গলের কাউখালী সেনা ক্যাম্পের আওতাধীন ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬২ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি সদর জোনের নির্দেশনায় মেজর মিনহাজের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) সকাল ৭টার দিকে কাউখালী ক্যাম্পের একটি সেনা টহল দল অভিযান চালায়। এসময় বেতছড়ির শামসুদ্দিন প্রকাশ সিএনজি চালক হামিদের পিতার বাড়িতে গোপনে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা অবৈধ সিগারেট জব্দ করা হয়।
সিগারেট পাচারের প্রস্তুতির সময় অভিযানে হাতেনাতে আটককৃতরা হলেন,
১। বাড়ির মালিক শামসুদ্দিন (৬০), ২। মো. সেলিম (৩৬), থানা যুবদল থেকে বহিস্কৃত নেতা।
৩। মো. ইসমাঈল (৩৩), কৃষকদের সহ-সভাপতি, সর্বসাং-বেতছড়ি, ঘাগড়া, কাউখালী, রাঙামাটি।
৪। মো. রিপন (৩০), তাঁতীদলের সদস্য, কাউখালী সদর, কাউখালী রাঙামাটি।
আটককৃতদের কাছ থেকে ৩১ কার্টন (মোট ৩,১০,০০০ পিস) সিগারেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬২ লাখ টাকা। পরবর্তীতে ক্যাম্প কমান্ডার আটককৃত ব্যক্তি ও জব্দৃকত সিগারেট কাউখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করে। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ফারুকসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
জানা গেছে, আঞ্চলিক দল দীর্ঘদিন ধরে অবৈধ তামাক চাষ, আফিম চাষ ও গাঁজা চাষ করে আসছে এবং চাঁদার উৎস হিসেবে ভারতীয় সিগারেট পাচার করছে। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে যুব সমাজকে ধ্বংসের জন্য নেশাজাতীয় দ্রব্য পাচারের সঙ্গে জড়িত ছিল।
পুলিশ বলছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
শুল্কবিহীন অবৈধ সিগারেট আঞ্চলিক দল পার্বত্যাঞ্চলের দূর্গম সীমান্ত দিয়ে রাঙামাটিতে নিয়ে আসে। পরে তা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে পাচার করে। কাউখালীতে এমন কয়েকটি সিন্ডিকেট সক্রিয় বলে জানা গেছে।