লোহাগাড়ায় ইটভাটায় উপজাতি সন্ত্রাসীদের তাণ্ডব, শ্রমিকদের উপর বর্বর হামলা।

0

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়নের নাপারটিলা এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় পার্শ্ববর্তী বান্দরবান জেলার লামা থানার এলাকা থেকে আসা একদল উপজাতি সন্ত্রাসী তিনটি ইটভাটায় হামলা চালায়। চাঁদা না পেয়ে তারা নির্মমভাবে ২৫-৩০ জন শ্রমিককে মারধর করে।

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন— ১। মোঃ হোসেন, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম, ২৷ মোঃ হৃদয়, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম। ৩। মোঃ রুবেল, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম। ৪। সবুজ মিয়া, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।

এছাড়াও আরও অনেক শ্রমিক আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

জানা গেছে, পাহাড়ি সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এনবিএম ইটভাটার মালিক নুরুল আলম কোম্পানীকে মুঠোফোনে বৈঠকের জন্য চাপ দিয়ে আসছিল। সর্বশেষ গতকালও ফোন করা হয়, তবে তিনি কল রিসিভ করেননি। এদিকে, এনবিকে ইটভাটার মালিকের কাছেও ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা।

চাঁদার টাকা না পেয়ে সন্ধ্যায় ছয়টি মোটরসাইকেলে করে প্রতিটিতে তিনজন করে সশস্ত্র সন্ত্রাসীরা এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে এনবিএম ইটভাটা, এরপর আইবিএম ইটভাটা এবং সর্বশেষ এনবিকে ইটভাটায় হামলা চালায়। সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। ইটভাটার ম্যানেজাররা নিরাপত্তার জন্য পালিয়ে গেলে তারা ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের বৈদ্যুতিক মোটা তার দিয়ে বেধড়ক মারধর করে।

সন্ত্রাসীরা হুমকি দিয়ে চলে যাওয়ার পর আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে রাত ৯টার দিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলটি লোহাগাড়া থানা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের দাবি, সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের গতিবিধি নজরদারি করে যৌথ অভিযান পরিচালনা করা জরুরি। নিরাপত্তা জোরদার না করা হলে এ ধরনের হামলা পুনরায় ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আগের পোস্টকাউখালীতে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান: গোলাবারুদসহ বিপুল সামগ্রী উদ্ধার।
পরের পোস্টশ্রমবাজারে কথিত আদিবাসী নারী, মিথ্যার বিপরীতে সত্যের অবস্থান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন