সন্ত্রাস দমনে সফল অভিযান, কেএনএ’র শক্ত ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

0

পার্বত্য চট্টগ্রাম ১০ মার্চ ২০২৫ (রবিবার): দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ ২০২৫ পর্যন্ত বিলাইছড়ি উপজেলা ও পার্শ্ববর্তী এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে সন্ত্রাসী সংগঠনটির অস্তিত্ব কার্যত বিলীন হয়ে গেছে। আইএসপিআর এর বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া গেছে যে, অভিযানের ফলে সন্ত্রাসীরা পাহাড়ি জনপদ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম কেএনএ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ত্রাস সৃষ্টি করছিল। বাংলাদেশ সেনাবাহিনীর এই পরিকল্পিত ও কৌশলগত অভিযানে সন্ত্রাসীদের অস্ত্রভাণ্ডার, গুপ্ত আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র শনাক্ত করে ধ্বংস করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় টহল জোরদার করা হলে কেএনএ ও অন্যান্য সন্ত্রাসী বাহিনীগুলো বিপর্যস্ত হয়ে পড়ে।

অভিযানের সফল সমাপ্তির ফলে এলাকায় শান্তি ও নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং স্বাভাবিক জনজীবন ফিরতে শুরু করেছে। অভিযানের পর সেনাবাহিনীর টহল দল সফলভাবে তাদের ক্যাম্পে প্রত্যাবর্তন করেছে এবং পুরো এলাকা বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে, দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত করতে সেনাবাহিনী তাদের কার্যক্রম আরও জোরদার করবে, যাতে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর আর কোনো পুনরুত্থান না ঘটে।

এই সফল অভিযান আবারও প্রমাণ করল যে, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সীমান্ত রক্ষাতেই নয়, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও সর্বদা প্রস্তুত।

আগের পোস্টরাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল।
পরের পোস্টরাঙামাটিতে চার রাজনৈতিক দলের ঐক্য।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন