চট্টগ্রামে পিসিপি’র ২৭তম কেন্দ্রীয় কাউন্সিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত।

0

চট্টগ্রাম, ১৪ মার্চ ২০২৫: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) তাদের ২৭তম কেন্দ্রীয় কাউন্সিল ও ছাত্র সমাবেশ সম্পন্ন করেছে। সংগঠনটি শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্র সমাজের অধিকার রক্ষার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে। মূলত এটি বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ এর সহযোগী অঙ্গসংগঠন হিসেবে কাজ করে।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীর সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে পিসিপি’র কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে অমল ত্রিপুরাকে সভাপতি, শুভাশীষ চাকমাকে সাধারণ সম্পাদক এবং রোনাল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

আজ শুক্রবার (১৪ মার্চ) বিকেলে চট্টগ্রামের ডিসি হিল থেকে নতুন কমিটির উদ্যোগে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নবনির্বাচিত সভাপতি অমল ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্র সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষকের সংকট নিরসন এবং উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা ছাত্র সমাজকে শিক্ষার প্রসারে ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং শিক্ষার্থীদের দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।

আগের পোস্টনওমুসলিম নিরাপত্তাহীনতায় ভুগছেন, লামায় খ্রিস্টান মিশনারিদের হুমকি।
পরের পোস্টআলীকদমে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন