জুরাছড়ি প্রতিনিধি |
রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) সহযোগী অঙ্গসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) থানা শাখার কাউন্সিল আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা করতে দেওয়া হয়নি। পার্বত্য এলাকায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়।
আজ ৩ মার্চ সকালে জেএসএস কেন্দ্রীয় সহসভাপতি ও ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনের প্রাক্তন সাংসদ শ্রী ঊষাতন তালুকদারের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী স্পিডবোটে করে জুরাছড়ির উদ্দেশে রওনা দেন। তবে, বিজে হিজিং আর্মি ক্যাম্পের চেক পোস্ট এলাকায় পৌঁছালে তাদের সাময়িকভাবে সেখানে অপেক্ষা করতে বলা হয়। প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের হামলার আশঙ্কায় তাদেরকে পরবর্তীতে রাঙামাটিতে ফিরে যেতে বলেন সেনারা।
এছাড়া, জুরাছড়ি জেলা পরিষদের রেস্টহাউজ, যেখানে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনায় নিরাপত্তার স্বার্থে জুরাছড়ি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সেনাসূত্র জানায়, পাহাড়ে সামনে পাহাড়িদের বৃহৎ সামাজিক উৎসব বৈসাবি। এসময় ইউপিডিএফ জেএসএস মুখামুখি। পিসিপি কাউন্সিল বা সভা-সমাবেশ ঘিরে হামলা হতে পারে তাই জননিরাপত্তার স্বার্থে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে।
অন্বেষ চাকমা তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি, মুঠোআলাপ: ০১৬৩০-৬২১৪৪৭ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বলা হয়েছে “রাঙ্গামাটির জুরাছড়িতে সেনাবাহিনীর বাধায় পাহাড়ী ছাত্র পরিষদের সম্মেলন পণ্ড: অপারেশন উত্তরণসহ পার্বত্য চুক্তি অনুযায়ী সকল অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহারপূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের আহ্বান”
পিসিপি পক্ষ থেকে সেনাবাহিনী ভিজে হিজিং ক্যাম্প কর্তৃক কাউন্সিলে যেতে বাধা দেওয়ার অভিযোগটি মিথ্যা বলে অভিহিত করেছে সেনাসূত্র। কিন্তু সকাল থেকে পিসিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করে আসছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোনো গণতান্ত্রিক কর্মসূচি যথাযথ নিয়মে আয়োজন করা যাবে। তারা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং সাধারণ মানুষের চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।