পার্বত্য মন্ত্রণালয়ের অস্তিত্বহীন প্রকল্পে অর্থ বরাদ্দের অভিযোগে দুদকের অভিযান।

0

হিলনিউজ বিডি ডেস্ক | ১০ এপ্রিল ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ২০২৫ দেশের বিভিন্ন স্থানে তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন অস্তিত্বহীন প্রকল্পের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাতের অভিযোগটি বিশেষ গুরুত্ব পায়।

অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি থেকে একটি এনফোর্সমেন্ট টিম আজ পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করে। অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তর হতে অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের একজন নির্বাহী কর্মকর্তা দুদক টিমকে জানান, এ বিষয়ে সংবাদ মাধ্যমে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনার মাধ্যমে অর্থ বরাদ্দ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

দুদক টিম প্রাথমিকভাবে অভিযোগের যথার্থতা শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে এখনও প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থ বিতরণ হয়নি মর্মে তারা নিশ্চিত হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রকল্প, বরাদ্দ ও ব্যয়ের সঙ্গে জড়িত তথ্যাদি যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

এনফোর্সমেন্ট টিম জানিয়েছে, সংগৃহীত কাগজপত্র ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণপূর্বক কমিশনের সংশ্লিষ্ট শাখায় পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে দুদক সূত্র জানায়, সরকারি অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ, এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ যে, গত ২৫ মার্চ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় তিন পার্বত্য জেলা পরিষদের অনুকূলে বরাদ্দ প্রদান করেন। খাগড়াছড়িতে ৩ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা, রাঙ্গামাটিতে ১ কোটি ২২ লক্ষ ২০ হাজার টাকা এবং বান্দরবানে মাত্র ৫ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বিপুল বৈষম্যের পেছনে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নিজ জেলা খাগড়াছড়ির প্রতি পক্ষপাতিত্বকে দায়ী করছেন অনেকে। রাঙ্গামাটি ও বান্দরবানের জনগোষ্ঠী এই বঞ্চনার শিকার হয়ে ক্ষোভে ফুঁসছে। স্থানীয়দের অভিযোগ, পার্বত্য জেলা পরিষদের অনুকূলে দেওয়া অনুদানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকার বেশিরভাগই ভূয়া। এর মধ্যে খাগড়াছড়ির সাবেক শিক্ষিকা টিনা চাকমার নামে ও বেনামে ২৫ লক্ষ টাকা গ্রহণের ঘটনা বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে।

 

 

আগের পোস্টক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে (এবি) পার্টির বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
পরের পোস্টবান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে চলছে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন