কাউখালী কুজইছড়িতে ইউপিডিএফের ৪ সন্ত্রাসী অস্ত্র ও গাঁজা সহ ৩ ইবি’র হাতে আটক।

0

নিজেস্ব প্রতিনিধি

অদ্য (রবিবার), ৫ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে ভোর ৪ ঘটিকায় সেনাবাহিনীর ৩ ইবি ঘাগড়া জোনের আওতাধীন ঘাগড়া আর্মি ক্যাম্প হতে চৌকস সেনা অফিসারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাউখালী উপজেলার ৩ নং ঘাগড়া ইউনিয়নের কুজইছড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে৷ এসময় নিম্ন বর্ণিত মালামাল ও সন্ত্রাসীদের আটক করেন সেনাবাহিনী।

অভিযানকালে উদ্ধারকৃত মালামাল-
১. ৫ টি ছোট মোবাইল ফোন, ২. ১ টি চাঁদার রশিদ, ৩. ২২ বোর রাইফেল এ্যামো-৭ টি, ৪. শর্ট গানের কার্টুজ এ্যামো- ৩ টি শিষা, ৫. দেশী পিস্তল -১ টি, ৬. গাঁজার চারা-১৫ কেজি ( কাঁচা গাছ)।

আটককৃত সন্ত্রাসীরা সবাই কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের কুজইছড়ি গ্রামের বাসিন্দা। ১. রিনয় চাকমা (৩৪) পিতা: মধু চন্দ্র চাকমা, ২. নবী কুমার চাকমা (৬৫) পিতা: ব্রীধো কুমার চাকমা, ৩. নিক্সন চাকমা (৩৭), পিতা: চিকন্ধন চাকমা। ৪. গেয়ানো চাকমা (২৮) পিতা: নবী সুন্দর চাকমা।

আটককৃত সন্ত্রাসীরা সকলেই ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস‍্য বলে সূত্রের তথ্য মতে জানা যায়। উদ্ধারকৃত মালামাল ও সন্ত্রাসীদের কাউখালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা যায়।

আগের পোস্টপাহাড়ে কোটি কোটি টাকা চাঁদা তুলে কেনা হচ্ছে আধুনিক অস্ত্র।
পরের পোস্টপার্বত্য চুক্তি বাস্তবায়নের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন