দুই সদস্য নিহত হওয়ার প্রতিবাদে গতকাল (৬ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি সাজেকের মাচলঙে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন ইউপিডিএফ প্রসিত মূল সন্ত্রাসীরা। অদ্য ৭ ফেব্রুয়ারী সকাল থেকে অপরাধ ঢিলেঢালাভাবে শুরু হলেও সকাল ৯ ঘটিকায় ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিশেষ কারণ বশত অবরোধ কর্মসূচির সময় পরিবর্তনের এ তথ্য জানিয়েছেন। সবাইকে আধাবেলা (দুপুর ১২টা পর্যন্ত) সড়ক অবরোধ পালনের আহ্বান জানিয়েছে।
কোন কারণ উল্লেখ না করে আধাবেলা অবরোধ প্রত্যাহারের বিষয়টি স্থানীয়রা ইউপিডিএফ এর জনসমর্থন না থাকা ও সাংগঠনিক দূর্বলতা হিসেবে দেখছে। স্থানীয়দের ধারণা চাঁদাবাজি, অপহরণ বাণিজ্য ও অস্ত্রবাজির কারণে ইউপিডিএফ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। জনসমর্থন তলানিতে ঠেকেছে। মূলত সাংগঠনিক দূর্বলতায় সকাল থেকে শুরু হওয়া অবরোধে তেমন প্রভাব পড়েনি। সাধারণ মানুষ অবরোধকে প্রত্যাখান করেছে। সকাল থেকে কিছু এলাকা ব্যতিত পরো সাজেকে যানচলাচল অব্যাহত ছিল, মানুষ নিজ নিজ কর্মে অংশ নিয়েছে।
উল্লেখ যে, গত ৪ ফেব্রুয়ারি দুপুর ১২ ঘটিকায় মাচালং বাজারের পাশে ব্রীজপাড়াতে ইউপিডিএফ প্রসিত মূলদলের দু’জন কালেক্টর প্রতিপক্ষ জেএসএস সন্তু গ্রুপের গুলিতে নিহত হয়। নিহতরা হলেন, ইউপিডিএফ সাব-পোস্ট পরিচালক (কালেক্টর) দীপায়ন চাকমা (৪৪) ও আশুক্য চাকমা (৩৭)।