বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা জাতির অধিকারের দোহাই দিয়ে চাঁদাবাজি করছে।

0

৬টি আঞ্চলিক সন্ত্রাসীদল গ্রুপ চাঁদাবাজির টাকা দিয়ে অবৈধ অস্ত্র ক্রয় করছে৷ এই অবৈধ অস্ত্র বাঙ্গালী তথা সরকারের বিরুদ্ধে ব্যবহার করছে। সন্ত্রাসী গ্রুপ জেএসএস সন্তু, ইউপিডিএফ প্রসিত, মগ লিবারেশন পার্টি, এম.এন সংস্কার, কেএনএফ নাথান বম, ইউপিডিএফ গণতান্ত্রিক বর্মা গ্রুপ বাৎসরিক পার্বত্য চট্টগ্রাম থেকে প্রায় ১ হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে।

সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে উত্তোলন করা এই চাঁদার টাকা দিয়ে তারা ঢাকা চট্টগ্রাম, আরাম-আয়শে বিলাসীজীবন যাপন করছে। সন্ত্রাসীরা চাঁদা উত্তোলন করতে গিয়ে মানুষ খুন-গুমের ঘটনা ঘটাচ্ছে। তাদের চাঁদাবাজির শিকার পাহাড়ি বাঙ্গালী উভয় সম্প্রদায়।

জাতির অধিকারের দোহাই দিয়ে সৃষ্টি হলেও তারা মূলত সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে চাঁদাবাজি করছে।

চাঁদার উৎস গুলো-ঠিকাদারি প্রতিষ্ঠান, সরকারি উন্নয়নমূলক প্রকল্প, কাঠ-বাঁশ, মাছ ধরার জাল, আদা-হলুদ, মৌসুমি ফলমূলসহ ইত্যাদি।

চাঁদাবাজির এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে অস্ত্রক্রয় ও বেতন-ভাতা এবং দেশীয় সুশীল, রামবামদের ভরণপোষণ করা হয়।

পাহাড়ের বাঁকে বাঁকে চলে এই চাঁদাবাজি। চাঁদাবাজদের বিরুদ্ধে কেউ কথা বললে তার জীবনে নেমে আসে অন্ধকারে কালো ছায়া।

আগের পোস্টসীমান্ত সড়ক কাজ বন্ধ করতে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার।
পরের পোস্টবিলুপ্তপ্রায় রেংমিটচ্য ভাষা রক্ষায় স্কুল নির্মাণ; সেনাদের প্রশংসায় পঞ্চমুখ উপজাতিরা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন