যৌতুক না দেয়ায় বিয়ে বন্ধ, বরের মাথা ন্যাড়া করে দিল কনের পরিবার

0
166

যৌতুক হিসেবে বরের দাবি ছিল একটি মটর সাইকেল ও সোনার চেন। তা দিতে না পারায় বিয়ে করতে অস্বীকৃতি জানায় বর। এতে রাগে ফেটে পড়ে কনের পরিবার। একপর্যায়ে বরের মাথা ন্যাড়া করে দেয় কনের পরিবার। এ ঘটনা ভারতের লখনউতে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কনের দাদি সংবাদমাধ্যমে জানায়, বিয়ের পাঁচ দিন আগে বরের পক্ষ থেকে মোটর সাইকেল ও চেন যৌতুক হিসেবে দাবি করে। কিন্তু আমরা তা দিতে রাজি ছিলাম না। এতে বিয়ে করতে অস্বীকৃতি জানায় বর। আমি জানি না কে বরের মাথায় এটি ঢুকিয়ে দিয়েছিল।

 

ইতিমধ্যে বরের ন্যাড়া মাথার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। একপ্রকার তোলপাড় চলছে ওই ছবি নিয়ে।

 

কনের পরিবারের এমন কর্মকাণ্ডে বাহবা জানাচ্ছেন সবাই। সোশ্যাল মিডিয়াতে বরের ন্যাড়া মাথার ছবি শেয়ার করে কেউ লিখেছেন, যৌতুক চাওয়ার ফল। বরের এটা প্রাপ্য ছিল।

 

অনেকে লিখেছেন, অনেক পরিবারের এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে। যৌতুকের কারণে এখনো যে অনেক বিয়ে ভেঙ্গে যায় তার প্রমাণ এটি। আমাদের সবার উচিৎ যৌতুকের বিরুদ্ধে কথা বলা।

আগের পোস্টখাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধন
পরের পোস্টখাগড়াছড়ি দীঘিনালায় উপজাতীয় ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে সুমন্ত চাকমা নিহত।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন