উপজাতি সন্ত্রাসীদের গুলিতে বাঘাইছড়ি রুপকারীর মেম্বার সমর বিজয় চাকমা নিহত। February 24, 2021 0 138 বাঘাইছড়ি পিআইও অফিসে মেম্বার সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ২৪ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ (সোমবার) ১২ টায় হত্যাকান্ডের ঘটনা ঘটে। বর্তমানে বাঘাইছড়িতে থমথমে বিরাজ করছে।