বাঘাইছড়িতে ১লাখ টাকা স্ত্রী থেকে ফোনে চেয়ে কল কেটে দেয় জমির, থানায় জিডির আবেদন।

0
237

||পরেশ চাকমা, বাঘাইছড়ি||

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৪ কিলো প্রশিক্ষণ টিলা বাঙ্গালি পাড়ার মো. আবুল কাসেমের ছেলে মো. জমির হোসেন (৩৫) গত (বৃহস্পতিবার) ১৮ মার্চ ২০২১ খ্রিঃ হতে উধাও।

বাঘাইছড়ি থানায় অদ্য ২২ মার্চ জমিরের পিতা কাসেম জিডির আবেদন করে। জিডির আবেদনের সূত্রে জানা যায়, মো. জমির বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকার সময় বাড়ি হতে বের হয়ে আর ফিরে আসেনি।

গতকাল ( রবিবার) ২১ মার্চ ০১৬৪৭৪২১৪৪৮ মোবাইল নাম্বার হতে তার স্ত্রীর নাম্বারে ফোন করে বলে ১.০০০০০ (এক লক্ষ) টাকা বিকাশে দিলে আমি চলে আসতে পারবো। এরপর কল কেটে দেয়। এরপর আর যোগাযোগ হয়নি।

উপজাতি সন্ত্রাসীরা চাঁদার জন্য অপহরণ করেছে নাকি অন্য কোন সমস্যা হয়েছে এই ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এডিট নিউজ, উপরোক্ত নিউজের একদিন পর ২৩ মার্চ আবার মো. জমিরের স্ত্রী বাঘাইছড়ি থানায় জিডি করেন। যারার জিডি নং ৬৬৩- ২৩/০৩/২০২১ খ্রিঃ।

জমিরের স্ত্রী জিডিতে টাকা পয়সার দাবির বিষয়টি উল্লেখ করেনি। গতকাল জমিরের পিতার জিডির আবেদন বাঘাইছড়ি থানা গ্রহণ করেনি। অদ্য ২৩ মার্চ সুমি আক্তার জিডি করেন। সময় তার স্বামী মেরুং বাজার নাসির সওদাগরের গাছের কাজ করতে গেছে বলে জানায়। যাওয়ার পর থেকে নিখোঁজ হয় বলে উল্লেখ করেন এবং মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

আগের পোস্টদাসত্বের শিকলে বন্দী উপজাতি নারীরা!!
পরের পোস্টপার্বত্য চুক্তি বাস্তবায়নের দিকসমূহের ক্ষতিকর দিকসমূহ এবং সেই সাথে কিছু প্রশ্ন নিম্নরূপঃ

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন