ঐক্যর আওয়াজ তুলে জুম্ম জনগণকে বোকা বানানোর অপচেষ্টাই ইউপিডিএফ- কেরাল চাকমা

0

কেরাল চাকমা নামের এক ফেসবুক ব্যবহারকারী তার ফেসবুক আইডি Keral Chakma হতে “দৈনিক পার্বত্য কন্ঠস্বর” নামক পাবলিক গ্রুপে একটি লেখা শেয়ার করা হয়। উক্ত লেখা হতে ইউপিডিএফের সাংগঠনিক কর্মকান্ড ও উদ্দেশ্য সম্পর্কে নুন্যতম কিছু বিষয় পরিষ্কার হয়েছে। ইউপিডিএফ যে, মানুষকে যে বোকা বানাচ্ছে তা কেরাল চাকমার লেখার মাধ্যমে উঠে এসেছে। লেখাটি হুবাহুব তুলে ধরা হল পাঠকদের উদ্দেশ্যে।

ঐক্যর ইস্যুকে কেন্দ্র করে ইউপিডিএফ নিরহ জুম্ম জনগণকে আবার নতুন করে ব্যবহার করে চলেছে।
বাহ্যিকতার আচরণে ঐক্য ব্যবহার আর ভিতরে-ভিতরে সংঘাতে জড়ানো মনস্হ করে ফেলেছে। নিরহ জুম্ম জনগণ বড়ই আশাবাদী – ঐক্য দেখতে পাবে, দীর্ঘ সময়ের পর অস্বস্তি কাটিয়ে স্বস্তিতার মাঝে নিঃশ্বাস পেয়েছিল। আজ আবার নতুন করে অরাজকতা সৃষ্টি মধ্যে দিয়ে সংঘাতে যাওয়ার পরিস্হিতি লক্ষ্য করা যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত, নিপীড়িত জুম্ম জনগণ সর্বদা আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যতা চেয়েছিল। কিন্তু ক্ষমতা আর অর্থ লোভের কারণে আজ জেএসএস-এর বিরোধিতা করে অন্যান্য দলগুলো আত্মপ্রকাশ পেয়েছিলো।
দীর্ঘ ২৩বছর জেএসএস-এর বিরুদ্ধে কাজ করে ইউপিডিএফ নিরহ জুম্ম জনগণকে কি দিতে পেরেছে? বরং জুম্ম সমাজের যে সমস্ত উদীয়মান উচ্চ শিক্ষিত জাতির ভবিষ্যৎ গড়ার ব্যক্তিদের বলিদান দিয়েছে।
ফেলে আসা অতীতকে যদি দেখি- তাহলে স্পষ্ট দৃষ্টি গোচর হয়যে, পার্বত্য চট্টগ্রামের যে সকল নেতা-কর্মী ও নিরহ জনগণ অকালে প্রাণ দিয়েছে, তার জন্য দায়ী শুধু ইউপিডিএফ।
শান্তি চুক্তিটা যদি ‘ইউপিডিএফ’ বিরোধিতা না করতো, তাহলে পরিস্থিতি আজ এই পর্যায়ে যেতোনা।
সাম্প্রতিক সময়ে আরো লক্ষ্য করা যাচ্ছে- জেএসএস-এর বিরুদ্ধে নতুন চক্রান্ত করে চলেছে।
বারংবার তারা লোক দেখানো ঐক্যকে পুঁজি করে, সংঘাতে জড়ানো চেষ্টায় আছে।
এই ধরণের মন-মানসিকতা লালন করলে কিভাবে জুম্ম জাতি মুক্তি পাবে?
ইউপিডিএফ ভাইয়েরা কেন তারা বার-বার রক্তের খলি-খেলা খেলতে চাচ্ছে?
কেন জুম্ম জাতিকে ধ্বংস করার চেষ্টায় অব্যাহত আছে?

দুই ব্যবসায়ী বাঙ্গালীকে সাজেক এলাকায় ফেরার পথে কোন না কোন দল গুলি করে করেছে, সেটা কেন জেএসএসকে চাপিয়ে দিচ্ছে- ইউপিডিএফ?
নিরহ জুম্ম জনগণ আবারও হতাশাগ্রস্ত হলো- সংঘাতের আভাস পেয়ে।
তবে আমি বারংবার বলবো জুম্ম জাতিকে উদ্ধার করতে হলে সততা- বিশ্বাস নিয়ে ঐক্য গড়ে তুলুন।
নতুবা আবারও শুরু হবে, তবে পূর্বের ন্যায় নয়।
এইবারে শুরু হলে অন্য রকম ভাবে হবে।

লেখক : Keral Chakma
পোস্ট লিংক : https://www.facebook.com/groups/103635346939071/permalink/798153870820545/

আগের পোস্টপার্বত্য চুক্তি বাস্তবায়নের দিকসমূহের ক্ষতিকর দিকসমূহ এবং সেই সাথে কিছু প্রশ্ন নিম্নরূপঃ
পরের পোস্টপাহাড়ের বাঙালিরা নিজ দেশে পরবাসী!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন