দীর্ঘ প্রতিক্ষা অবসানের পর অবশেষে চালু হল রাঙ্গামাটি নানিয়ারচর বাজার।

0
189

নিজেস্ব প্রতিবেদক

গত ২০১৮ – এর ১৯ মার্চ হতে বন্ধ ছিল রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার নানিয়ারচর বাজার। ইউপিডিএফ সন্ত্রাসীরা বিভিন্ন অজুহাতে বাজারটি বন্ধ করে দিয়ে জন দুর্ভোগ সৃষ্টি করে। বাজার বয়কটের ডাক বাস্তবায়ন করতে ইউপিডিএফ হত্যা, অপহরণ, খুন-গুম, চাঁদাবাজি ও নানান তৎপরতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। মূলত: উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে ইউপিডিএফ বাজারটি বয়কটের ডাক দেয়। এরপর নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যা করে। শক্তিমান চাকমার অন্তোষ্টিক্রিয়া যোগ দিতে যাওয়ার পথিমধ্যে বর্মা সহ ৬টি হত্যাকান্ড ঘটায় ইউপিডিএফ প্রসিত গ্রুপ। এরপর হতে অশান্ত হয় নানিয়ারচর। সমস্যা ঘনীভূত হয়। বাজার চালু হওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে যায়। অত্র উপজেলার হাজার হাজার মানুষ নিত্য পণ্য ক্রয়-বিক্রি করতে পারেনি। কৃষকদের কাঁচামাল নষ্ট হয়ে যায়৷, ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। জনজীবন ও মানবতা বিপর্যস্ত হয়। এ প্রেক্ষিতে বিভিন্ন সময় স্থানীয়রা আন্দোলন করেও বাজারটি চালু করতে পারেনি। প্রশাসনও বাজারটি চালু করতে বর্থ্য হয়।

ইউপিডিএফ ইতোমধ্যে বাজারটি চালু করতে সবুজ সংকেত দিল। দীর্ঘ প্রতিক্ষার অবসান ও দুই বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে অদ্য (বুধবার) সকাল ৩১ শে মার্চ ২০২১ খ্রিঃ হতে বাজারটি সে আগের রুপে চালু হয়। সূত্রের তথ্য মতে জানা যায়, নিরাপত্তা বাহিনীর আন্তরিকতায় ও প্রচেষ্টা বাজারটি চালু হয়।

বাজার চালু হওয়ার খবর অত্র উপজেলার বাসীদের মধ্যে ছড়িয়ে পড়লে বাজারে শতশত উপজাতি-বাঙ্গালির আগমণ ঘটে। কেনাকাটার ধুম পড়ে। ব্যবসায়ী সহ স্থানীয় উপজাতি বাঙ্গালির মুখে হাসি ফুটে। এরমধ্যে দিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটে।

আগের পোস্টবাঘাইছড়িতে জেএসএস সংস্কারের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা।
পরের পোস্টযুদ্ধো চাকমা রেখে যাওয়া প্রমাণাদি কি বলে না উপজাতীয়দের একটি অংশ সন্ত্রাসী?

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন