ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে ২২ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

0
163

||আন্তর্জাতিক ডেস্ক||

ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থী জানিয়েছেন, শনিবার বিজাপুরের তারেম এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে যৌথবাহিনী। এতে তাদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।

রোববার ৪ এপ্রিল ২০২১ খ্রিঃ সকালে ছত্তিশগড়ের পুলিশ কর্মকর্তা অশোক জুনেজা বলেন, মাওবাদীবিরোধী অভিযানে নিরাপত্তা সদস্যদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩১ জওয়ান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এখন পর্যন্ত ২২ জওয়ানের মৃত্যু হয়েছে।

এই বছরে এখন পর্যন্ত এটিই মাওবাদীদের সবচেয়ে বড় হামলার ঘটনা। দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচজন রিজার্ভ গার্ডের কর্মী নিহত হন।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এলিট কোবরা ইউনিট, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের সমন্বয়ে গঠিত নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা।

আগের পোস্টউপজাতি সন্ত্রাসীদের সন্ত্রাসী হামলায় রণক্ষেত্র খাগড়াছড়ি মাটিরাঙ্গা!!!
পরের পোস্টষাটোর্ধ বৃদ্ধর চোখের পানি টলটল- পাহাড়ে বিচারের বাণী নিভৃতে কাঁদে!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন