|নিজেস্ব প্রতিনিধি| রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত বাঘাইছড়ি এলাকার পশ্চিম জারুলছড়ি হতে অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য দ্রব্যাদি বাঘাইহাট জোনের সেনা অভিযানে উদ্ধার হয়।
অদ্য ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখ গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী গোপনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোন কর্তৃক একটি বিশেষ অভিযান দল উল্লেখিত স্থানে গমন করলে সশস্ত্র সন্ত্রাসীদল সেনাবাহিনীর আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার উদ্যোগ নেয়। এসময় সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসী দলের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয়। পরবর্তীতে উক্ত স্থানে সেনাবাহিনীর আভিযানিক দল কর্তৃক তল্লাশি পরিচালনা করে ০২ একে-৪৭, ০২ একে-৪৭ ম্যাগাজিন, ১৩ রাউন্ড এ্যামুনিশন, ০২টি মোবাইল ও ০৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমান নথিপত্র উদ্ধার করা হয়।