খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ দুই সন্ত্রাসী আটক।

0
159

অদ্য ০৪ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মনি কার্বারী পাড়া এলাকা থেকে ইউপিডিএফ প্রসিত দলের দুই সন্ত্রাসী চাঁদাবাজ কিরণ ত্রিপুরা (৫৬) এবং লিটন সাওতাল (২০) কে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। গোপন সূত্রে জানা যায় যে, অদ্য রাতে ইউপিডিএফ (মূল) এর ৪-৫ জন চাঁদাবাজ অস্ত্রসহ রাত্রিযাপন করছে। সন্ত্রাসীদের আধিপত্য ধ্বংস করতে খাগড়াছড়ি জোন কর্তৃক এই বিশেষ অপারেশনটি পরিচালনা করে।
উক্ত অপারেশনের মাধ্যমে নিরাপত্তা বাহিনী কর্তৃক সন্ত্রাসীদেরকে তল্লাশি করে ০১ টি দেশীয় পিস্তল, ০২ রাউন্ড এ্যামুনিশন, চাঁদা আদায়ের রশিদ, নগদ ৬৮২৫/- টাকা এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। তাছাড়াও আটককৃত ব্যাক্তিরা দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় চাঁদাবাজি, নারী নির্যাতন ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল। এলাকার জনসাধারণ তাদের এহেন কার্যকলাপে অতিষ্ট।

নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শেষে উক্ত সন্ত্রাসীদেরকে পানছড়ি সাব জোনে নিয়ে আসা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আগের পোস্টস্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী বাধ্যকরে ইউপিডিএফ এর কর্মসূচী-সচেতন মহলের ক্ষোভ।
পরের পোস্টভারতের অরুণাচলের চাকমা, হাজংদের দেওয়া ‘রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট’ স্থগিত।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন