রাঙ্গামাটিতে মঙ্গলবার পূর্ণদিবস ও বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে পিসিএনপি।

0
104

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) উল্লিখিত কমিশনের রাঙামাটি জেলা কার্যালয়ে সভা বাতিলের দাবিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

অদ্য, সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙামাটি রেইনবো রেস্টুরেন্টে বিতির্কিত ভূমি কমিশনের বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরের দিন বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। এসময় রাঙামাটি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।

আগের পোস্টপ্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ পরিচালক নিহতের জেরধরে বাঙ্গালীদের যানবাহনে আগুন!
পরের পোস্টগুইমারা রিজিয়ন কর্তৃক সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা ও ধর্মীয় সহায়তা প্রদান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন