সরকারের এক কাণ্ডজ্ঞানহীন মন্ত্রীর মুখে আদিবাসী শব্দ!

0
154

“৩৮তম যুব সম্মেলন ও খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি দিবস উদযাপন ২০২২ অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যমাখা গান-নৃত্য ও ভালোবাসায় বিমোহিত।” এমন মন্তব্য করে ফেসবুক পেইজে পোস্ট দিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে! সরকার বারবার আদিবাসী শব্দের প্রচলন ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পরও কাণ্ডজ্ঞানহীন সরকারের কিছু মন্ত্রী!

সরকারের একজন মন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক। তিনি ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতি জাতিসত্বাকে আদিবাসী বলে সংবিধানের ২৩ অনুচ্ছেদ এর (ক) লঙ্ঘন করেন এবং তথ্য মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন লঙ্ঘন করেন এর চেয়ে দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা আর কী হতে পারে? তথাকথিত বুদ্ধিজীবি, সুশীলরা বা কেন উপজাতিদের আদিবাসী বলবে না!! একটা সময় দেখা যাবে উপজাতিরা সরকারের মন্ত্রীর দেশভাগের আদিবাসী শব্দ ব্যবহারকে রেফারেন্স হিসেবে উত্থাপন করবে।

আগের পোস্টকুকি-চিন এর মত জেএসএস ও ইউপিডিএফ এর বিরুদ্ধেও সেনাবাহিনীর কম্বিং অপারেশন হবে।
পরের পোস্টরাঙ্গামাটিতে নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন