রাঙ্গামাটিতে নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত।

0

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষ্যে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ রাঙ্গামাটি সার্কেল ও জেলা প্রশাসন রাঙামাটি এবং নিরাপদ সড়ক চাই কর্তৃক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদ্য শনিবার ২২ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

এ আলোচনা সভায় বিআরটিএ রাঙামাটি কর্তৃপক্ষ, সড়ক ও নিরাপদ জনপদের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), নিরাপদ সড়ক চাই আন্দোলন এর রাঙ্গামাটি জেলার আহ্বায়ক ও মোটর মালিক শ্রমিক সমিতির সভাপতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ রাঙামাটিকে ট্রাফিক ও যানজটমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ পেশ করেন। সুপারিশসমূহ আমলে গ্রহণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে রাঙামাটি সদরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন ব্যক্তির স্ত্রীকে একটি সেলাই মেশিন প্রদান করে নিরাপদ সড়ক চাই রাঙ্গামাটি জেলা শাখা কমিটির আহ্বায়ক মো. আফসার। এসময় মো. আফসার সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা বাস্তবায়নের জোর দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More