ঐতিহাসিক চুক্তির ২৫ বছর (রজত জয়ন্তী) উপলক্ষে মহালছড়ি জোনের শীতবস্ত্র ও শিক্ষা সহায়তা।

0
101

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের রজতজয়ন্তীতে মহালছড়ি জোনের উদ্যোগে অদ্য ৩০ নভেম্বর বুধবার প্রত্যন্ত অঞ্চল বাজেছড়া এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

মহালছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে কম্বল, শীতবস্ত্র, শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এলাকার কারবারিদের সাথে কথা বলে জানা যায়, মহালছড়ি জোনের প্রতি স্থানীয় জনগণ ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করে।

আগের পোস্টপার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চুক্তি- প্রাপ্তি ও প্রত্যাশা-মেজর জেনারেল মো: নাঈম আশফাক চৌধুরী।
পরের পোস্টবাঘাইছড়িতে জেএসএস সন্তুর গুলিতে ইউপিডিএফ সমর্থক নিহত।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন