গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা থেকে ৬ কিঃমিঃ দক্ষিন পুর্বে কলাবাগানে সৈকত চাকমা (২৭), পিতাঃ এল্যবনা চাকমাকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৪ ডিসেম্বর) ২০২২ খ্রিস্টাব্দে রাত ১১ ঘটিকায় পানছড়ির কলাবাগানে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে সৈকত চাকমাকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে। সেনাবাহিনী এবং পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জোন সদর হতে মেজর মোঃ জোবায়ের মাহমুদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পানছড়ির কলাবাগানে অভিযান পরিচালনা করে এবং ধৃত আসামিকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত আসামি পানছড়ির অক্ষয়কুমার পাড়ার বাসিন্দা।