নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক ৩০টি বার্মিজ গরু ও ৫টি ডাম্পার গাড়িসহ আটক পাঁচ।

0

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সদস্যগণ সর্বদা নিয়োজিত থেকে বিভিন্ন প্রকার অভিযান পরিচলনা করে যাচ্ছে। এরই ধারাবাহিতকতায় বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অদ্য ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে ফুলতলী বিওপি এবং তীরেরডিবা বিজিবি ক্যাম্পের টহল দল কর্তৃক অবৈধভাবে সীমান্ত পথে আসা ৩০টি বার্মিজ গরু, ৫জন আসামী এবং ৫টি ডাম্পার গাড়ি আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত গবাদি পশু এবং ডাম্পার গাড়ীর আনুমানিক সিজার মূল্য- ৭৫,৫০,০০০/- (পঁচাত্তর লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। উল্লেখ্য, আটককৃত গরু, ডাম্পার গাড়ী এবং আসামী চকরিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র, অবৈধ কাঠ পাচার/পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি‘র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More