থানচিতে কেএনএফ সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালীদের গুলিবর্ষণ।

0
128

থানচিতে কেএনএফ কর্তৃক বাঙ্গালীদের গুলিবর্ষণ নিখোঁজ ১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার ১১ মার্চ বিকাল ৩ ঘটিকায় বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই রোড ১৬ ইসিবির কাজের সাইট থেকে ফেরার পথে থানচি-লিক্রি ২০ কিলোমিটার নামক সড়কে ট্রাক থামিয়ে গুলি করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীরা। ট্রাকের নাম্বার – ঢাকা মেট্টো- ৮৭৫৪।

ড্রাইভার মো. জালাল গুলিবিদ্ধ অবস্থায় কোন রকম পালিয়ে আসার পর থানচি হাসপাতাল থেকে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়। আহত হয়েছে ফরকান নামে একজন।

আহতরা এখন চিকিৎসার জন্য বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা করেছে বলে জানা যায়।
আর গাড়ীতে থাকা অনেক লোকজনের মধ্যে ১২ জন নিখোঁজ হয়। গাড়িতে ঠিকাদারও ছিল বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফির্সাস ইনচার্জ। তিনি আরো জানান, এর আগে সকাল ১১ টায় একটি সেনাটহলকে লক্ষ্য করে ১৪ রাউন্ড গুলিবর্ষণ করে কেএনএফ। যদিও কোনো হতাহত হয়নি। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

সূত্রে জানা যায়, নিখোঁজ ১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তাজিংঢং পাহাড়ের নিচ থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে৷ এর মধ্যে বাবুল ফরাজি, ও শুকুর নামে দুইজন ফিরে আসছে বাকীরাও পথে রয়েছে। তবে সূত্রে জানা যায় শ্রমিকদের আরো একটি গ্রুপের কয়েকজন নিখুঁত রয়েছে।

উপজাতি সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজি, অপহরণ ও খুন-গুমে পার্বত্যবাসী অতিষ্ঠ। সন্ত্রাসীরা বারংবার বাঙ্গালীদের উপর হামলা করে রেহাই পেয়ে যাচ্ছে৷ যার কারণে বাঙ্গালীদের উপর হামলা করতে দুঃসাহস প্রদর্শন করছে।

পার্বত্য চট্টগ্রামে উপজাতি কর্তৃক বাঙ্গালীরা নির্যাতিত বা হত্যাকাণ্ডের শিকার হলে তার কোনো বিচার হয়না৷ যার কারণে সন্ত্রাসীরা পাহাড় থেকে বাঙ্গালীদের বিতাড়িত করতে হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে৷

 

আগের পোস্টইউপিডিএফ পূর্ণস্বায়ত্তশাসনের স্বপ্ন দেখিয়ে পাহাড়ে চাঁদাবাজি করছে।
পরের পোস্টপার্বত্য চট্টগ্রামের বাঙালিদের ওপর হামলা হলে তার বিচার হয়না।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন