আঞ্চলিক সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় গাড়ি ভাংচুর ও ম্যধযুগীয় কায়দায় নির্যাতন।

0
142

খাগড়াছড়ি জেলার রামগম উপজেলার যৌথখামার এলাকায় চাঁদার দাবিতে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত সন্ত্রাসী গ্রুপ কর্তৃক নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। বিগত বছরগুলোতে চাঁদার দাবিতে দফায় দফায় হামলা করে এবং যানবাহন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটায়।

তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ৪ মে ২০২৩ খ্রিস্টাব্দে কলা বোঝাই একটি মিনি পিকাপ ভাংচুর করে এবং এক বাঙ্গালী যুবককে নির্যাতন করে। জানা যায়, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মোটাঅংশে চাঁদা চেয়ে আসছিল। গাড়ি চলাচলের জন্য দাবিকৃত চাঁদা নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে এই ভাংচুর ও হামলা নির্যাতনের ঘটনা ঘটায়।

ইউপিডিএফ প্রসিত এর রামগড় ইউনিটের নেতৃত্বে এই ভাংচুর ও হামলা এবং মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটে বলে জানা যায়।

বাঙ্গালী যুবকটির সমস্ত শরীরে নির্যাতনের আঘাতের দাগ রয়েছে। মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। যা দেখে বুঝা যাচ্ছে। তারা কতই না নিষ্ঠুর!

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীরা চাঁদার জন্য স্বজাতির পাশাপাশি বাঙ্গালীদের উপরও নির্যাতন করে এবং খুন-গুম করে। তাদের এই অন্যায় অবিচার ও খুনখারাপি বন্ধ করার জন্য প্রশাসনের আন্তরিকতার অভাব লক্ষনীয়। জানি না আর কত বাঙ্গালী নির্যাতিত হলে কিংবা হত্যাকাণ্ডের শিকার হলে প্রশাসনের টনক নড়বে?

আগের পোস্টটাইগার ভক্তদের জন্য দুঃসংবাদ, কোনো চ্যানেলে দেখাবে না আয়ারল্যান্ড সিরিজের খেলা।
পরের পোস্টসেনাবাহিনীর নিরাপত্তা বলয় না থাকলে পার্বত্য হবে পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের মত অবিকল স্বাধীন রাষ্ট্র।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন