রাঙ্গামাটি সেনাবাহিনীর অভিযানে এইচকে-৩৩ (জার্মান), ম্যাগাজিন ও এ্যামুনিশন উদ্ধার।

0
389

অদ্য ২৬ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দে ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার শুভলং ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় ইউপিডিএফ (প্রসিত মূল) সশস্ত্র গ্রুপের আস্থানায় রাঙ্গামাটি রিজিয়ন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে ইউপিডিএফ এর সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের ফলে সন্ত্রাসী দলের সবাই পালিয়ে যেতে পারলেও সশস্ত্র সদস্য তরিত চাকমা (৩৫), ১টি এইচকে-৩৩ (জার্মান), ১টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশন সহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন করতে বাধ্য হয়।

রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অস্ত্র উদ্ধারসহ অগ্রাভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। এ সকল অভিযান পরিচালনার ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা যায়।

আগের পোস্টমহালছড়িতে ইউপিডিএফ এর সহযোগিতায় বাঙ্গালীদের কাবিলিয়ত জায়গা দখল।
পরের পোস্টপার্বত্য চট্টগ্রামে কাঙ্ক্ষিত শান্তি ফিরে আসেনি; মানুষ নিরাপত্তাহীনতায়।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন