আজ ১১ অক্টোবর ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রুমা জোন কর্তৃক স্থানীয় স্কুল-কলেজের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। রুমা জোনে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন, পিএসসি,রুমা জোনের অন্যান্য অফিসার বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।
উক্ত অনুষ্ঠানের অধিনায়ক বলেন পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের জীবন যাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতাই রুমা উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান করতে পেরে আমরা আজ অনেক আনন্দিত।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক উপস্থিত সকলকে অবহিত করেন।