বন্যায় মানবিক কর্মকাণ্ডের জন্য ১১৩ জন সেচ্ছাসেবককে সম্মাননা দিলো সেনাবাহিনী।

0

কোন নির্দেশ নয় পার্বত্য বান্দরবানে আমরা আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।পার্বত্য বান্দরবানে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে,সাম্প্রতিক প্রলয়নকারী বন্যায় সাধারণ মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে জেলা প্রশাসন, সেনাবাহিনী,পৌরসভা,পুলিশ প্রশাসন সহ জেলার অনেক গুলো সেচ্ছাসেবী সংগঠন।

বান্দরবান সেনা রিজিয়ন বিগত সময়েও সকল ভালো কাজে পৃষ্ঠপোষকতা করেছে এবং আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে।

শুক্রবার ১৩ই অক্টোবর সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অডিটোরিয়াম রুমে বন্যায় মানবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ১২ টি সেচ্ছাসেবী সংগঠনের ১১৩ জন সেচ্ছাসেবক কে সম্মাননা সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন ৬৯ পদাতিক ব্রিগেড, কমান্ডার,গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল মাহামুদুল হাসান পিএসসি,অধিনায়ক ৭ ফিল্ড এম্বুলেন্স, মোঃ সরফরাজ হায়দার, এমপিএইচ,পিএসসি,মেজর শায়েখ উজ জামান(জিএসও-২),শাখা অধিনায়ক এএসইউ বান্দরবান,লেঃ কর্নেল মোঃ মুকিম উদ্দিন, পিএসসি,বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ,লেঃ কর্নেল শাহজাহান সিরাজ ভূঁইয়া,বান্দরবান ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজ এর উপাধ্যক্ষ,আতিকুর রহমান,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি আব্দুর রহিম চৌধুরী সহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং আগত সেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ।

এসময় সেচ্ছাসেবী সংগঠন আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদের ১৩জন,ডিএসবি বান্দরবান এর ১৫জন,সিআইও বান্দরবান এর, ৬জন,আনন্দ ফাউন্ডেশন, বান্দরবান এর ১০জন,ভিবিডি বান্দরবান এর ১০জন,ইউ বাংলাদেশ বান্দরবান এর ৮জন,প্রথম আলো বন্ধুসভা বান্দরবান এর ৪জন,ইউনেথ ক্লাইমেট এর ৮জন,ইউডি বান্দরবান এর ৯জন,মেডিকেল স্টুডেন্ট বান্দরবান এর ৭জন,টেলিমেডিকেল টীম বান্দরবান এর ৭জন,বিডি ক্লিন বান্দরবান এর ১৬ জন সহ মোট ১২ টি সেচ্ছাসেবক সংগঠনের ১১৩জন সেচ্ছাসেবক কে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More