পানছড়িতে ইউপিডিএফ এর গুলিতে সীমান্ত সড়ক নির্মাণ কাজের দুই বাঙ্গালী গুলিবিদ্ধ।

0
1

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণ কাজ চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবি কাজটি করছে। স্থানীয় সূত্রে জানা যায়, অদ্য (শুক্রবার) ২৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টার সময় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত মূল সন্ত্রাসী গ্রুপ সীমান্ত সড়ক নির্মাণ শ্রমিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে৷ পানছড়ি আসার পথে লোগাং ইউনিয়নের হারুবিল নামক এলাকায় ইউপিডিএফ বাঙ্গালী মোটরসাইকেলে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে মোটরসাইকেল থাকা গুলিবিদ্ধ মো. রমজান অপর জন আব্দুল রশিদ (৩৮), পিতাঃ আবুল হাসেম, উপজেলার দমদম এলাকার বাসিন্দা।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতরা বর্তমানে লোগাং বাজারে রয়েছে। অন্যজন অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়।

সাম্প্রতিক সময়ে পানছড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের হাতে নিহত হওয়া ৪ নেতা নিয়ে ইউপিডিএফ এর দেখানো মানবতা ও প্রতিবাদ ছিল লোক দেখানো।তারা নিজেরা সন্ত্রাসী গোষ্ঠী। তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে সীমান্ত সড়ক নির্মাণ কাজে যুক্ত থাকা ৩ বাঙ্গালীর উপর গুলিবর্ষণ করে হত্যা চেষ্টা করার মাধ্যমে। তথাকথিত মানবতার কথা বলা এবং জাতির অধিকারের দোহাই ইউপিডিএফ এর ভাঁওতাবাজি।

আগের পোস্টবাকলাইপাড়া ও সুং সুং পাড়া সাব জোনের বিজয় মাসের আন্ত: পাড়া ফুটবল অনুষ্ঠিত।
পরের পোস্টরুমা জোন কর্তৃক শীতবস্ত্র, শিক্ষাসামগ্রী বিতরণ এবং মেডিক্যাল সহযোগিতা প্রদান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন