ইসলাম শিক্ষার পাঠদান নিচ্ছেন ভিন্নধর্মী শিক্ষক।

0
3

অদ্য (বৃহস্পতিবার) ১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত আবেদনে একজন মুসলিম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান।

লিখিত আবেদনে বলা হয়, বিদ্যালয়ে ভিন্নধর্মী শিক্ষক দ্বারা ইসলাম শিক্ষার পাঠদান করানো হয়। অত্র বিদ্যালয়ে মুসলিম ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় ৭০/৮০ জন। এখানে ২০ বছর ধরে কোন মুসলিম শিক্ষক নেই। বিদ্যালয়ের ৭জন শিক্ষক থাকলেও সবাই ভিন্নধর্মী।

জেলা প্রশাসক বরাবর মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি আবেদনে ছাত্র-ছাত্রীদের ১৫ অভিভাবককে গণস্বাক্ষর করতে দেখা যায়। তারা বিদ্যালয়ে ইসলাম শিক্ষা পাঠদানের জন্য একজন মুসলিম শিক্ষক নিয়োগ করতে জেলা প্রশাসকের কাছে দাবি জানান।

আগের পোস্টরামগড় থেকে শান্তি পরিবহনের বাঙ্গালী চালককে অপহরণের খবর পাওয়া গেছে!
পরের পোস্টবান্দরবান থেকে অপহৃত বাঙ্গালী ছাত্র ৭২ ঘন্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন