স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে ইউপিডিএফ কর্মসূচীর নিন্দা জানিয়েছে পিসিএনপি।

0
2

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির এক প্রেসবিজ্ঞপ্তিতে ইউপিডিএফ এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখ কর্মসূচীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অদ্য- ১৮ ফেব্রুয়ারীর পিসিএনপি’র বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামীকাল- (সোমবার) ১৯ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসিতমূল)-এর নরপিশাচরা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কর্মসূচী পালন করতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জোরপূর্বক কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে কর্মসূচী বাস্তবায়ন করার গভীর ষড়যন্ত্র করছে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের প্রতি জোর দাবী জানান এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ যাতে এই ধরনের কোন কর্মসূচী পালন করতে না পারে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির বলেন, ইউপিডিএফ মূলত একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। তাদের সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের জন্য সরকারের নিকট আমরা আহ্বান জানায়।

আগের পোস্টসম্প্রীতির পাহাড়ে শান্তি চায় না কেএনএফ।
পরের পোস্টআঞ্চলিক পরিষদের কমপ্লেক্স নির্মাণে উচ্ছেদ সম্মুখীন তিন শতাধিক বাঙ্গালী পরিবার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন