পানছড়িতে ইউপিডিএফ এর গুলিতে এক বাঙ্গালী গুলিবিদ্ধ ও অপহরণের শিকার এক।

0
2

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর গুলিতে এক বাঙ্গালী আহত ও একজন অপহরণের ঘটনা ঘটেছে।

অদ্য (সোমবার) ১৯ ফেব্রুয়ারী আনুমানিক সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উপজেলা সদরের হেডমেনটিলা এলাকার মো: নাসির (৩২) নামের এক বাঙ্গালী গুলিবিদ্ধ হয়। এবং অপর একজন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় বলে জানা যায়।

এসময় গুলিবিদ্ধ বাঙ্গালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পানছড়িতে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

কর্তব্যরত ডাক্তার জানান, ব্যক্তির পেটে একটি গুলি পেয়েছি। তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করি।

পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ প্রসিত গ্রুপ চাঁদাবাজি, অপহরণ ও খুন-গুম করে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে ফায়দা হাসিলের চেষ্ঠা করছে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয়রা ফুঁসে উঠেছে।

আগের পোস্টআঞ্চলিক পরিষদের কমপ্লেক্স নির্মাণে উচ্ছেদ সম্মুখীন তিন শতাধিক বাঙ্গালী পরিবার।
পরের পোস্টকোমলমতি শিক্ষার্থীদের দিয়ে ইউপিডিএফের কর্মসূচি বাস্তবায়ন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন