লংগদুতে কাজী নজরুল স্পোর্টিং ক্লাবের বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

0
1

||লংগদু প্রতিনিধি||
ঈদের দিন বিকাল ৩.০০টায় কাজী নজরুল স্পোটিং ক্লাব (স্থাপিত -২০০৫) এর বিবাহিত দল(হলুদ ) বনাম অবিবাহিত (সাদা) দলের মধ্যে একটি মনোমুগ্ধকর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।।
খেলাটি অনুষ্ঠিত হয়েছে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।
উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, কাইয়ুম হাসান।
খেলার শুরুতে জনাব তারিকুল ইসলাম তারা, রাকিব হাসান ফরাজী, রেজাউল ইসলাম রেজা, এক নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান বাবু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।।
বক্তব্যে বক্তারা বলেন, এই খেলার উদ্দেশ্য হচ্ছে ঈদ আনন্দ ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ।।

অত্যন্ত মনোমুগ্ধকর এই প্রীতি ম্যাচের ৯০+১০ মিনিটের খেলায় ১-১ গোলের সমতা শেষে টাইব্রেকারে ৪-১ গোলে জয়লাভ করে বিবাহিত দল।

আগের পোস্টদেশদ্রোহী নাথান বমের স্ত্রীকে বান্দরবান থেকে লালমনিরহাটে বদলি।
পরের পোস্টসরকারী ছুটিকে কাজে লাগিয়েবান্দরবানে রাতের আধারে পাহাড় কাটার মহোৎসব।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন