চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানের পিতা ইন্তেকালে শোকপ্রকাশ করেছে: পিসিএনপি।

0

পার্বত্য চট্টগ্রামের অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায দাবি আদায়ের সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানের পিতা কাজী সাইদুর রহমান ইন্তেকাল করেছে। গতকাল (সোমবার) ১৯ জুন-২০২৩ খ্রিস্টাব্দে রাত ১১ ঘটিকায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন- ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিল ৯৬ বছর। পিসিএনপি পরিবার মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ, সততা ও স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন।


পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় গভীর শোক জানিয়েছেন, পিসিএনপির মহাসচিব মোঃ আলমগীর কবির।
তিনি জানান, মরহুম কাজী মোঃ সাইদুর রহমান অত্যন্ত দ্বীনদার প্রখ্যাত আলেম ছিলেন, তিনি দীর্ঘ সময় ধরে মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন।
তাঁর জীবদ্দশায় তিনি ধর্মপ্রচারের মতো গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন, আল্লাহ মরহুমকে জান্নাতের উচ্চ মকাম দান করুন আমিন।

গত ২৩ দিন আগেই পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানের ছোট ভাই কাজী মোঃ হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন, আল্লাহ শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পিসিএনপির মহাসচিব মো. আলমগীর কবিরসহ সংগঠনের নেতাকর্মীরা।

আগের পোস্টকেএনএফ কে সরকার আর সুযোগ না দিয়ে শক্ত হাতে দমন করা হোক।
পরের পোস্টশিক্ষা ব্যবস্থাকে কবর রচিত করতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন