খাগড়াছড়ি ফোর স্টার হোটেল থেকে দুই উপজাতীয় সন্ত্রাসী অস্ত্র সহ আটক

0
129

৬ মার্চ বুধবার ২ ঘটিকার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের অবস্থিত ফোর স্টার হোটেল থেকে আধুনিক অস্ত্র সহ দুই উপজাতীয় সন্ত্রাসীকে আটক করে।

পার্বত্য খাগড়াছড়িতে সেনাবাহিনী RAB সমন্বয়ে যৌথ অভিযানে আটককৃত দুই সন্ত্রাসী জেএসএস সংস্কার এমএন লারমা গ্রুপ থেকে গত ২০১৮ সালের অক্টোবর মাসের ২৬ তারিখে পলায়ন করে ইউপিডিএফ প্রসিত গ্রুপে যোগদান করে। তারা দীর্ঘদিন খাগড়াছড়ি জেলা সদরের ফোর স্টার হোটেলে গোপনে অবস্থান করে বলে সূত্রে জানা যায়। আটককৃতরা হলো- খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদর থানার দীঘিনালা গ্রামের মৃত ধুইয়ামহোন চাকমার পুত্র রনজয় চাকমা (৩৫) এবং একই এলাকার রায়মোহন ত্রিপুরার পুত্র দনঞ্জয় ত্রিপুরা (৩৬)। তবে ইউপিডিএফ দাবি করছে আটককৃত সন্ত্রাসীরা তাদের সংগঠনের নয়।

আগের পোস্টআশুলিয়ায় গণধর্ষণের আসামী শিপন গাজীপুরে গ্রেপ্তার
পরের পোস্টনির্বাচন ইস্যুতে রাঙ্গামাটি বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত ৯ আহত ৬

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন