খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এলাকা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

0

||নিজেস্ব প্রতিনিধি||

হিল নিউজ বিডি.কম- বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রাজধানী ঢাকা ও দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান (পার্বত্য চট্টগ্রাম অঞ্চল) অপরাধ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে নিজেদের নাগিরকদের এসব এলাকা ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার বাংলাদেশে ভ্রমণরতদের বাড়তি নিরাপত্তা গ্রহণ করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর এ সতর্কতা জারি করে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, বাংলাদেশে অপরাধ ও সন্ত্রাস বেড়ে যাওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গায় ঝুঁকি অনেক বেড়ে গেছে। রিকন্সিডার ট্রাভেল টু: ঢাকা’ শীর্ষক প্রতিবেদনে বিস্তারিত উল্লেক করা হয়েছে বলে জানানো হয়।

পররাষ্ট্র দফতর আরো জানায়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনের মতো পাহাড়ি এলাকাও বিপজ্জনক। সেখানে অপহরণসহ অন্যান্য অপরাধের ঘটনা ঘটছে। সে কারণে চট্টগ্রাম হিলট্র্যাকসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় সন্ত্রাস, অপহরণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকার বিষয়ে সতর্কতায় বলা হয়েছে, রাজধানীর অপরাধের হারও অনেক বেশি। রাতে অপরাধের মাত্রা বৃদ্ধি পায়। শহরের অপরাধগুলোর মধ্যে বিভিন্ন চক্র জড়িত, চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, হামলা, ধর্ষণ অন্যতম।

ট্রাভেল অ্যাডভাইজরিতে বলা হয়, রাজনৈতিক আন্দোলন, অবরোধ ও সহিংস সংঘাত ঘটেছে এবং ঘটতেই থাকবে। চট্টগ্রাম হিল ট্র্যাকে যেতে হলে আপনার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যাবেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More