জেএসএস সংস্কার সন্ত্রাসী কর্তৃক কাউখালীর কার্বারী ও সাবেক মেম্বারকে চাঁদা চেয়ে হুমকি!

0
149

||নিজেস্ব প্রতিনিধি||

হিল নিউজ বিডি.কম- রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়ার সাবেক মেম্বার অমর শান্তি চাকমা ও বর্তমান এলাকার কার্বারীকে উপজাতীয় সন্ত্রাসী গোষ্ঠী জেএসএস সংস্কার এম,এন লারমা গ্রুপ কর্তৃক মোবাইল ফোনে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, কার্বারী অমর শান্তি চাকমা সাবেক মেম্বার (৫৫) পিতাঃ- মৃত নিরত রঞ্জন চাকমা, সাং- পোয়াপাড়া, ইউপি- কলমপতি, উপজেলা- কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলার একজন উপজাতীয় বাসিন্দা। কার্বারীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে জেএসএস সংস্কার এম, এন লারমা গ্রুপ নানিয়ারচর উপজেলা শাখা এর কর্মী পরিচয় দিয়ে এই ০১৮৫৮৮৫১৩৫১ নাম্বার থেকে কার্বারী অমর শান্তি চাকমা (সাবেক মেম্বার) এর নিকট ২,০০,০০০ টাকা চাঁদা দাবী করে এবং উক্ত টাকা নিয়ে নানিয়ারচর উপজেলায় যেতে বলে। তাছাড়াও বিগত কয়েকদিন পূর্ব হতেও উক্ত কার্বারী অমর শান্তি চাকমার নিকট মোবাইল ফোনে চাঁদা দাবী করিয়া অাসিতেছে সন্ত্রাসী গোষ্ঠী। কার্বারী থেকে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পোয়াপাড়ার উপজাতীয় লোকজনের ভিতরে আতঙ্ক বিরাজ করিতেছে।

জেএসএস সংস্কার এম,এন সন্ত্রাসীদের দেওয়া হুমকির কথা স্বীকার করেন, কার্বারী ও সাবেক মেম্বার অমর শান্তি চাকমা।

আগের পোস্টরাঙ্গামাটি রিজার্ভ বাজার গ্রীনহিল হোটেলে এক মহিলা মেম্বারকে ধর্ষণের অভিযোগ স্বজাতির বিরুদ্ধে
পরের পোস্টমুই মরিলে মরিবং তারারে নডরাং, ইজচ্চে ওলেও মরিবং হিল্লে ওলেও মরিবং!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন