নবনির্বাচিত চেয়ারম্যান ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে (নিসচা)

0
122

||নিজেস্ব প্রতিনিধি||

হিল নিউজ বিডি.কম- ২ মে বৃহস্পতিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) কাউখালী উপজেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমাকে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা সহ মতবিনিময় করেন। নিরাপদ সড়ক চাই আন্দোলরত সংগঠনের কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ আফছার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক মোঃ হারুন ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলীম, কার্য্যকরি সদস্য মোঃ মামুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর উপস্থিতিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। সংগঠনের পক্ষ থেকে নিরাপদ সড়ক চাই এই সম্পর্কে বিভিন্ন বিষয় অবগত করা হয় পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে। যুক্তিক নিরাপদ সড়ক চাই জনসচেতন মূলক কর্মসূচীর সহযোগিতা কামনা করেন তারা। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান উক্ত আন্দোলনের সঙ্গে একমত পোষণ করে বলেন তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এবং সকলে মিলে জনসচেতনতা সৃষ্টি করে সড়ক দুর্ঘটনা রোধ করার ভূমিকা পালন করতে হবে বলে বলেন।

একই সময়ে কাউখালী শাখা কমিটির নেতৃবৃন্দ নবাগত কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাহী অফিসার শতরুপা তালুকদার নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কাউখালী উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দর কথা শুনেন এবং অবশেষে তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যত সহযোগিতা প্রয়োজন তা তিনি করবেন৷

আগের পোস্টপাহাড় নিয়ে জুমল্যান্ডের ষড়যন্ত্র, অনলাইনে স্বাধীনতার প্রচারণা!
পরের পোস্টরাঙ্গামাটি কাউখালীতে পাহাড়ি-বাঙ্গালী সিএনজি ড্রাইভার এর মধ্যে সংঘর্ষ হয়েছে।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন